image

আমাদের উইংস

ইস্পাহানি এগ্রো লিমিটেড, এম. এম. ইস্পাহানি লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, বর্তমানে তিনটি উইং নিয়ে ব্যবসা পরিচালনা করছে –

 • ইস্পাহানি সীডস
 • ইস্পাহানি বায়োটেক
 • ইস্পাহানি এগ্রো প্রসেসিং

ইস্পাহানি এগ্রো লিমিটেড ২০০৭ সালে বীজ ব্যবসা শুরু করে। এরপর ইস্পাহানি বায়োটেক এবং ইস্পাহানি এগ্রো প্রসেসিং যথাক্রমে ২০০৯ এবং ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। সামগ্রিকভাবে, ইস্পাহানি এগ্রো লিঃ হচ্ছে সমন্বিত কৃষি পদ্ধতি ও নিরাপদ খাদ্য সরবরাহ ব্যবস্থাপনা এবং নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান।

image
image

ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

আমরা আমাদের দক্ষ ও অভিজ্ঞ বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কৃষি পণ্য সরবরাহ করছি।

প্রাপ্তিস্থান সমূহ

 • ঢাকা(২৬)
 • বগুড়া(১৪০)
 • দিনাজপুর(৮৭)
 • যশোর(১৫৪)
 • রংপুর(১৫২)
 • কুমিল্লা(১৬০)
 • বরিশাল(৬০)
 • ময়মনসিংহ(১৯০)